লখনউ : আরও একবার নারী নিরাপত্তার ভয়াবহ চিত্র প্রকট হয়ে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ।(Uttar Pradesh) ৬৫ বছর বয়সী প্রেমিকাকে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিয়েছিলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। মহিলা সম্মতি না দেওয়ায় শ্বাসরোধ করে তাঁকে খুন করেন সেই ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার সরাই আকিল থানার অন্তর্গত বারাই গ্রামের। ২৫ মে সাওয়ারী দেবীকে (৬৫) তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের তরফে খবর, তাঁর গলায় কাপড় বাঁধা ছিল এবং পোশাক এলোমেলো ছিল। তদন্তের পর মঙ্গলবার বসুহার মোড়ের কাছে গ্রেফতার করা হয় অভিযুক্ত দীনেশ কুমার সেনকে। তিনিও একই গ্রামের বাসিন্দা।
Read More: নতুন ইনিংস শুরু ‘পাপালি’র! বাংলার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার পথে ঋদ্ধিমান
এপ্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানান, জিজ্ঞাসাবাদের সময় দীনেশ অপরাধ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে সাওয়ারী দেবীর কোনও সন্তান ছিল না এবং বিয়ের মাত্র ৬-৭ বছর পরে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তিনি শ্বশুরবাড়ির সম্পত্তিতে একটি আলাদা বাড়িতে একা থাকতেন। দীনেশ তাঁকে দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেন। সময়ের সাথে সাথে দুজনের মধ্যে প্রেম এবং শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।

পাশাপাশি দীনেশ পুলিশকে(Uttar Pradesh) জানিয়েছেন যে তিনি এবং সাওয়ারী দেবী প্রায়শই রাতে ফোনে কথা বলতেন। মাঝে মাঝে দীনেশ গভীর রাতে সাওয়ারী দেবীর বাড়িতেও যেতেন। ঘটনার দিন অর্থাৎ ২৩ মে রাত ১০টার দিকে, ফোনে কথা বলার পর, তিনি তাঁর বাড়িতে যান এবং যৌন সম্পর্কের প্রস্তাব দেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সাওয়ারী দেবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি অজুহাত খাড়া করছেন, এই ভেবে দীনেশ জোরজবরদস্তির চেষ্টা করেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সাওয়ারী দেবী। এরপরেই ক্ষিপ্ত হয়ে কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন দীনেশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927727113185919342?s=19
এরপর গ্রেফতার হবার ভয়ে সাওয়ারী দেবীর মোবাইল ফোনটি নিয়ে তার বাড়ির কাছে একটি ড্রেনে ফেলে দেন দীনেশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে, পুলিশ সাওয়ারী দেবীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে। জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে, দীনেশকে আদালতে হাজির করা হয় ও জেল হেফাজতে নেওয়া হয়। ঘটনার আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে যে, যোগীরাজ্যে নারীসুরক্ষার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই।