নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)আর এবার সেই একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পিছনে কি গোয়েন্দা ব্যর্থতা ছিল? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়েছেন তাঁরা।
Read More: শিল্পোন্নয়নে অনন্য বিপ্লব বাংলায়, কলকাতার বুকে তৈরি হচ্ছে আরও এআই ডেটা সেন্টার
মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ছিলেন লোকসভা ও রাজ্যসভার প্রায় সমস্ত জনপ্রতিনিধিরা। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হোক। এরপরই চিঠির খসড়া তৈরি হয়। সাংসদরা তাতে সই করেন। সেই চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতরে। পুরো বিষয়টি সম্বন্ধে সাংবাদিকদের জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
কিছুদিন আগেই ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী সময়ের ঘটনাবলী নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তোলেন মমতা।(Mamata Banerjee)একই দাবি ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরও। সোমবার দিল্লিতে জল্পনা শুরু হয়েছিল, বিরোধীদের দাবি মেনে এবং অপারেশন সিঁদুর সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করে রাখার উদ্দেশে সংসদে বিশেষ অধিবেশনের কথা ভাবছে কেন্দ্র। আর মঙ্গলবারই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে তৃণমূলের সংসদীয় দল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927356603415584917?s=19
সাংসদরা জানালেন, ”আমরা মনে করছি, এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সবটা জানানো দরকার। তাই আলোচনা করে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।” কাকলি ঘোষ দস্তিদারের কথায়, ”পহেলগাঁওয়ে সেদিন যারা নিরীহ ২৬ জনকে গুলি করে মারল, সেই হামলাকারীরা তো ধরা পড়েনি এখনও। আজকে তারা কোথায়? সেই উত্তর তো পাওয়া যায়নি। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মনে করি, এটা খুবই প্রয়োজনীয়। আমরা সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। আমাদের সাংসদরা সই করেছেন তাতে। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় উদ্বেগের হয়ে উঠেছে।” কেন্দ্রীয় প্রতিনিধি দল বিদেশ সফর শেষে ভারতে ফেরার পর এই অধিবেশন আয়োজিত হতে পারে।