কলকাতা: মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিকেলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। এবার সেই বৈঠকেই চাকরিহারাদের জন্য বার্তা দিলেন মমতা। সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার। তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির(SSC )নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদদের
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা সবটাই রেডি করে রাখছি। যদি রিভিউয়ে বলে, পরীক্ষা দিতে হবে না। লিস্ট বাতিল করা হল না। তখন সুপ্রিম কোর্টের কথা শুনব। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। না করলে কোর্ট বলবে, নির্দেশ মানল না। তাই বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলবে।’’
তিনি এদিনের বৈঠক থেকে জানিয়েছেন, ‘‘রিভিউয়ের সুযোগ সব সময় খোলা রয়েছে। যতক্ষণ রিভিউ না হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে। যাঁরা অনলাইনে আবেদন করতে চান, পারবেন ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। কাউন্সেলিং হবে ২০ নভেম্বর। যদি রিভিউ না হয়। মমতা বলেন, আমরা বলছি না, কোর্ট বলছে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সব প্রক্রিয়া করে নেব, রিভিউতে বিচার না পেলে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1927358937680036285?s=19
তিনি বলেন, ‘ ২৪,২০৩ পদ শূন্য। হাই কোর্টের নির্দেশে ওই পদের জন্য নিয়োগ হবে। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। ১১,৫১৭ অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে নবম-দশমের জন্য। একাদশ-দ্বাদশের জন্য ৬,৯১২ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে। ৫৭১টি পদ। গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার করা হচ্ছে। মোট শূন্য পদ ৪৪ হাজার ২০৩। নবম-দশম চাকরিহারাদেন নিয়ে ২৩,২১২। একাদশ-দ্বাদশ ১২,৫১৪, গ্রুপ সি ২৯৮৯, গ্রুপ ডি ৫,৪৮৮।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। বললে হবে না, পরীক্ষা দেব না। তাহলে চাকরি থাকবে না।(SSC )এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। সরকার কোর্টে গিয়ে বাতিল করেনি। এটা আমাদের উদ্দেশ্যপ্রণোদিত নয়। কিছু স্বার্থপর মানুষ বাতিল করেছেন। আজ তাঁরা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করছেন। সকলকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, অপশন দুই এবং অপশন এক দুটোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পেলে, আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। কবে আদালত খুলবে জানি না। গরমের ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার রেজ করব। আমাদের আইনজীবীরা সাধ্যমতো লড়বেন। বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। মানবিক ভাবে তুলে ধরব, যাতে চাকরি বাতিল না হয়।’’
আরও বলেন, ‘‘আমরা যাঁরা সরকার চালাই, আইন মেনে চলতে হয়। আইনের বাইরে গিয়ে কিছু করি, অন্য বার্তা যেতে পারে। সঠিক সময়ে রিভিউ পিটিশন দিয়েছি। সেখানে কারও চাকরি যাওয়ার কথা বলিনি। রিভিউ আলোচনার সুযোগ আসেনি। কারণ গরমের ছুটি পড়ে গিয়েছে। আমরা ততক্ষণ অপেক্ষা করলে, আগের অর্ডার না মানলে যদি সুপ্রিম কোর্ট বলে, নির্দেশ মানোনি, সবটাই বাতিল। এটা আমরা চাই না।’’
এই মর্মে চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, ‘‘সাধ্যমতো চেষ্টা করব। ভয় পাচ্ছেন কেন। যাঁরা ৪০ পেরিয়ে গেছেন, তাঁদের বয়সের সীমায় ছাড় দেওয়া হবে। আপনাদের আগে জানাব, তারপরে আমরা করব। সবাই যাতে জানতে পারে, তাই আগে থেকে বলেছি। নিজের কানে শুনে নিজস্ব ভাবে চাকরি রক্ষার চেষ্টা করুন। ’’