নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার পরেই ভারতের প্রত্যাঘাতে জেরবার পাকিস্তান। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। এই ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই বারবার ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছে পাকিস্তান। আবারও সেই একই কথা শোনা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে।(Shahbaz Shariff)
Read More: বাংলায় ইউসুফরা বহিরাগত হলে বারাণসীতে মোদীও! বিজেপিকে একহাত নিয়ে কড়া জবাব তৃণমূলের
সোমবার ‘বন্ধু’ ইরানের মাটিতে দাঁড়িয়ে তিনি(Shahbaz Shariff)বললেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা যায়। তুরস্কের পর সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানে পৌঁছন। তেহরানেই শাহবাজ বলেন, “কাশ্মীর সমস্যা, জল সমস্যা-সমস্ত কিছুই মেটাতে চাই আমরা। আলোচনার মাধ্যমেই তা হতে পারে। এছাড়াও সন্ত্রাসদমন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আমরা।”
সংঘর্ষবিরতির আবহে বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তবে পাকিস্তানের দীর্ঘদিনের জঙ্গি পোষণকে প্রশ্রয় না দিতে অনড় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, সন্ত্রাসদমন এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর কোনও কিছু নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927283990211235940?s=19
আবার, কয়েকদিন আগে পাকিস্তানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহবাজ বলেছিলেন, “চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। সেগুলি হল কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ”। তিনি আরও বলেন, চিনে আলোচনায় রাজি হবে না ভারত। ইংল্যান্ডে হতে পারে। তবে উভয়পক্ষের সবচেয়ে পছন্দের স্থান হতে পারে সৌদি আরব। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।