প্রতিবেদন : আজ পণ্ডিত জওহরলাল নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনটিতে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী(Mamata Banerjee)। নেহরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ। অন্যদিকে মাত্র একটি বাক্য খরচ করে শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
Read More: ফ্রান্সের প্রেসিডেন্টের গালে কষিয়ে চড় স্ত্রীর! অস্বস্তিতে পড়ে সাফাই দিলেন ম্যাক্রোঁ
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। একজন মহান রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদী, পণ্ডিত নেহেরু ছিলেন আধুনিক ভারতের দূরদর্শী স্থপতি। যাঁরা গণতন্ত্রকে ভালোবাসেন সেই সমস্ত মানুষ তাঁর আদর্শে অনুপ্রাণিত হবেন।”
পাশাপাশি, রাহুল গান্ধী লিখেছেন, “ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন দেখেছিলেন, নেহরুজি তাঁর দূরদর্শী নেতৃত্বে স্বাধীন ভারতের জন্য একটি শক্তপোক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সামাজিক ন্যায়বিচার, আধুনিকতা, শিক্ষা, সংবিধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অমূল্য। ভারতের জওহরের উত্তরাধিকার এবং তার আদর্শ সর্বদা আমাদের পথ দেখাবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1927313290113220881?s=19
অন্যদিকে দেখা গিয়েছে, মোদীর শোকপ্রকাশ বড়ই সংক্ষিপ্ত। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” উল্লেখ্য, বিগত কয়েক বছরে জওহরলাল নেহরু বিজেপির অন্যতম আক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে। আকছার নেহরুর প্রতি ঘৃণা ও বিদ্বেষী মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। সেই নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে মোদী ব্যয় করলেন কেবল একটি লাইন। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে একাধিক মহলে।