কলকাতা : দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম তেজস্বী-জায়া রাজশ্রী যাদব। খবর পেয়েই দুপুরে সদ্যোজাতকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)সদ্যোজাতের মা ও বাবাকে শুভেচ্ছা জানালেন তিনি।
Read More: সুপ্রিম নির্দেশ মেনেই ‘গুরুত্বপূর্ণ’ সাংবাদিক সম্মেলন, চাকরিহারাদের পাশে আছেন মমতা
এদিন হাসপাতালে তেজস্বীর পুরো পরিবারই উপস্থিত ছিলেন। লালুপ্রসাদ যাদবের মতো তাঁর পুত্র তেজস্বীর সঙ্গেও সখ্য রয়েছে মমতার। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee)”বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। ওঁদের (তেজস্বী যাদব) পরিবারের নতুন সদস্য এসেছে, আমার আন্তরিক শুভেচ্ছা রইল”, জানালেন তিনি।
মমতার কথায়, ”গতকাল রাতেই তেজস্বী আমাকে মেসেজ করে জানায় যে আজ ওঁর স্ত্রীর ডেলিভারি হবে। আমি সকালে ওঁকে শুভেচ্ছা জানাই। বলি যে দুপুরে আমি হাসপাতালে দেখতে যাব। তাই এসেছি। খুব ভালো লাগল বাচ্চাকে দেখে। সন্তান ও মা ভালো আছে। এখানে লালুজি, রাবড়িদেবী সকলে আছেন, দেখা হল। সবাইকে শুভেচ্ছা জানালাম। বিহারে সামনে নির্বাচন আছে। তার জন্য আমি ওঁদের শুভকামনা জানিয়েছি। বলেছি যে এই সন্তান এসেছে সব শুভ নিয়ে, শান্তি নিয়ে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1927308628148531442?s=19
উল্লেখ্য, গত ৯ মাস ধরে কলকাতায় রয়েছেন রয়েছেন তেজস্বীর স্ত্রী। মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন অন্তঃসত্ত্বা রাজশ্রী যাদব। সেই খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিয়মিত লালুপ্রসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানিয়েছেন মমতা। ‘দিদি’র সঙ্গে রাজনীতির বাইরেও দারুণ সম্পর্ক লালু-পুত্রের। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে কলকাতার হাসপাতালে স্ত্রীর চিকিৎসা ও সন্তানের জন্মের বন্দোবস্ত করেছেন তেজস্বী।