ভুবনেশ্বর : নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতার আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে জনসাধারণের বাকস্বাধীনতা। কেন্দ্রের শাসকদলের বিরোধিতা করার মাশুল গুনতে হয়েছে অনেককেই। বাদ যায়নি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও। রাষ্ট্রীয় রক্তচক্ষুর কবলে পড়েছে সংবাদমাধ্যম। সংকটাপন্ন হয়েছে সাংবাদিকদের জীবন। এবার ফের ফুটে উঠল সেই ছবি। বিজেপিশাসিত ওড়িশায় দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত হলেন এক সাংবাদিক।(Journalist )ঘটনাটি ঘটে গত শনিবার, ভুবনেশ্বরে। সোমবার তা প্রকাশ্যে আসে।
Read More: সমস্ত সমস্যা মেটাতে চাই! ভারতের সঙ্গে আলোচনা চেয়ে ফের সুর নরম শাহবাজের
সূত্র মারফত জানা গিয়েছে, ওড়িশার বোলানগিরে একটি প্রাচীরের কাজে দুর্নীতি হচ্ছে বলে খবর পান সাংবাদিক বিজয় প্রধান। এরপরই ওই এলাকায় গিয়ে ভিডিও ছবি তুলতে থাকেন তিনি। অভিযোগ, সেই সাংবাদিকের(Journalist )ছবি তোলা, ভিডিও করা দেখে কয়েকজন এগিয়ে আসে। যাদের মধ্যে এক নাবালকও ছিল। হঠাৎই সাংবাদিকের ওপর চড়াও হয় তারা। কেড়ে নেওয়া হয় ক্যামেরা, বুম, মোবাইল-সহ সাংবাদিকের কাছে থাকা যাবতীয় সরঞ্জাম। এরপরই প্রবল মারধর করা হয় বিজয়কে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927286273099649434?s=19
প্রসঙ্গত, সোমবার এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বিজয়কে লাথি মারছে একজন। অভিযুক্ত অবিনাশ দালাই, আদিত্য জেনা, গুমারা নায়েক ও এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত রয়েছে উক্ত কাজের বরাত নেওয়া ঠিকাদারের লোকজন।