কলকাতা : বিজেপির ‘বহিরাগত’ কেন্দ্রিক অপপ্রচারের কড়া জবাব দিল তৃণমূল।(Trinamool )নরেন্দ্র মোদী যদি বারাণসীতে বহিরাগত না হন তবে কীভাবে ইউসুফ পাঠান, কীর্তি আজাদেরা বাংলা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে বহিরাগত হবেন? এমনই প্রশ্ন তুলল ঘাসফুল শিবির। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে কুৎসার পথ বেছে নিয়েছে বিজেপি।
Read More: পাহাড়ে ধস নামার আশঙ্কা! গভীর নিম্নচাপে বাড়বে বৃষ্টি
তৃণমূলের(Trinamool )কথায়, ইউসুফ পাঠানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, কীর্তি আজাদের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শত্রুঘ্ন সিনহার মতো জাতীয় স্তরের জনপ্রিয় অভিনেতা, সুস্মিতা দেবের মতো সমাজকর্মীদের নিয়ে বেলাগাম কুৎসা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই কাজের মাধ্যমে আদতে তারা কতটা ঈর্ষাকাতর, সেটাই প্রমাণ করছে বিজেপি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “বিজেপির সবটাই ঈর্ষা। নিয়ম অনুযায়ী, রাজ্যসভা এবং লোকসভায় যে-কেউ দেশের যে-কোনও প্রান্ত থেকেই দাঁড়াতে পারেন।”
কুণাল এও মনে করিয়ে দিয়েছেন, “বিজেপির সর্বোচ্চ নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন। তিনি গুজরাটের মানুষ হয়েও বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে লড়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পাঞ্জাবের মানুষ হয়ে আবার অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে এ দেশে। বিজেপি কতটা বাস্তববুদ্ধিরহিত হলে তাদের দলের সর্বোচ্চ নেতার সম্পর্কে না জেনেই অন্য দল বিশেষ করে তৃণমূলকে নিয়ে প্রশ্ন তোলে!”
Link: https://x.com/ekhonkhobor18/status/1927266384515391524?s=19
পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, ইউসুফ পাঠান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, কীর্তি আজাদ বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শত্রুঘ্ন সিনহা একজন জনপ্রিয় চলচ্চিত্রতারকা। এঁদের স্বীকৃতি দিয়ে দলে এনে জনপ্রতিনিধি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রধানমন্ত্রী মোদী যদি বারাণসীতে বহিরাগত না হয়ে থাকেন তবে, কোন অঙ্কে ইউসুফ পাঠান, কীর্তি আজাদেরা বাংলা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে বহিরাগত হবেন? সুস্মিতা দেব বাংলা থেকে রাজ্যসভায় গিয়েছেন। তাহলে কি তিনিও বহিরাগত? তিনি অসমের বাসিন্দা বলে?” প্রশ্ন তুলেছেন কুণাল।