আগ্রা : কিছুদিন আগেই পাঞ্জাবের স্বর্ণমন্দিরকে নিশানা করে হামলা চালিয়েছিল পাক সেনা। এবার কি তাদের টার্গেট তাজমহল?(Taj Mahal )ভারত-পাক সংঘাতের আবহে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আগ্রার ঐতিহ্যবাহী স্মৃতিসৌধের। মূলত ড্রোন হামলা থেকে বাঁচাতেই নতুন সিস্টেম চালু করা হবে। প্রায় ৮ কিলোমিটার জুড়ে কার্যকর থাকবে এই সিস্টেম। ২০০ মিটার দূর থেকেই ড্রোনকে নিষ্ক্রিয় করে দেবে নতুন সিস্টেম, এমনটাই জানা গিয়েছে।
Read More: মমতার দাবিকে মান্যতা, প্রতিনিধি দল দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের ভাবনা কেন্দ্রের
আপাতত তাজমহলের(Taj Mahal)নিরাপত্তার দায়িত্বে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ এবং সিআইএসএফ। তবে নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম চালু হলে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী তৈরি হবে। কীভাবে এই অ্যান্টি ড্রোন সিস্টেম পরিচালনা করতে হবে, সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই বাহিনীকে। ড্রোন চিহ্নিত করা থেকে শুরু করে সেটিকে নিষ্ক্রিয় করে নামানো, সম্পূর্ণ দায়িত্বই থাকবে এই বাহিনীর কাঁধে। তাজ নিরাপত্তার এসিপি সৈয়দ আরিব আহমাদ জানান, নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম যেকোনও ধরনের ড্রোনের সিগন্যালকেই জ্যাম করে দেবে, যাতে একেবারেই চলে যায় তার কার্যকারিতা।

পাশাপাশি তাঁর কথায়, তাজমহল কমপ্লেক্স যে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হবে সেটা অন্তত ৭-৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাজমহলের যে প্রধান গম্বুজ, সেখান থেকে ২০০ মিটারের দূরত্বেই নিষ্ক্রিয় করে দেওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই অ্যান্টি ড্রোন সিস্টেম বসানোর কাজ শেষ হবে।
প্রসঙ্গত, গত ৮ মে অমৃতসর লক্ষ্য করে হামলা শুরু করে পাক সেনা। স্বর্ণমন্দির ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু মন্দিরের গায়ে ন্যূনতম আঁচড়ও লাগেনি। কারণ পাক মিসাইল আর ড্রোন হামলার সামনে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সমস্ত আক্রমণ নিষ্ক্রিয় হয়ে যায় ভারতের প্রতিরোধের সামনে। তাজমহলকেও যেন একইভাবে রক্ষা করা যায়, সেই চেষ্টাই চলছে সেনার তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926919333164323192?s=19
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে সেই হুমকি মেল বা ফোন গুলি শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই করা হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু ভারত-পাক সংঘর্ষের পর থেকে তাজমহলের নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ।