কলকাতা: মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি।(Thunderstorm )কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। তবে সেভাবে তাপমাত্রার হেরফের হবে না। গরম ও অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
Read More: জাপানে অভিষেক, রাশিয়ায় কানিমোজি! বিশ্বের দরবারে পাক সন্ত্রাসের পর্দাফাঁস করছে ভারত
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি(Thunderstorm )হতে পারে। রবিবার পর্যন্ত শহরে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতেও। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী ৫ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

বুধ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ২৭ মে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। প্রাথমিক ভাবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926212634644279790?s=19
উত্তরবঙ্গে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।