প্রতিবেদন : বাংলায় আর জি কর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছিল বিজেপি। দিনের পর দিন কুৎসা, অপপ্রচার, ভুয়ো খবর প্রকাশ চালিয়ে গিয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা। অথচ দেশের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে যখন একের পর এক ঘটে চলেছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা, তখন তাঁদের মুখে কুলুপ। এবার বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রে গণধর্ষিতা হলেন এক ডাক্তারি পড়ুয়া।(Medical Student) মাদক মেশানো পানীয় খাইয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি সাংলি জেলার।
Read More: মহিলা কামরা বাড়ানোর দাবি, বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
সূত্র মারফত জানা গিয়েছে, অভিযোগকারিণী বছর ২২-এর এক তরুণী। তিনি ডাক্তারির তৃতীয় বর্ষের পড়ুয়া। উক্ত তরুণী(Medical Student)আদতে কর্ণাটকের বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে থাকতেন মহারাষ্ট্রে। গত ১৮ মে তাঁরই এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ওই দিন রাতে সিনেমাহলে যাওয়ার আগে ওই বন্ধু তরুণীকে তাঁরে ফ্ল্যাটে নিয়ে যান বলে। সেখানে তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা জানালে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেন অভিযুক্তেরা।

নির্যাতিতা প্রথমে ভয়ে চুপ করে থাকলেও পরে বিষয়টি মা-বাবাকে জানান ওই তরুণী। তার পর নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে ওই তরুণীর দুই বন্ধু এবং আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তিন জনের মধ্যে এক জনের বাড়ি পুণে, এক জনের বাড়ি সোলাপুরে এবং আর এক জনের বাড়ি সাংলিতে। ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক তিন জনকেই মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে গণধর্ষণের মামলা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926206843816157490?s=19