হুগলি: দীর্ঘ এক মাসের অপেক্ষা শেষে পরিবারের মুখে ফুটেছে হাসি। শুক্রবার নিজের বাড়িতে ফিরেছেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।(Punam Kumar Shaw)রীতিমতো উৎসবের আবহে মেতেছে তাঁর পরিবার ও পাড়ার লোকজন। পাক রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার দিন দশেক পেরিয়ে যাওয়ার পর ভারতে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন পূর্ণম। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Read More: প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের ৬ জেলায়, উত্তরে কেমন থাকবে আবহাওয়া
এদিন পূর্ণম(Purnam Kumar Shaw)বলেন, “প্রথমে যখন আটক করা হয়, ভেবেছিলাম দিন তিন-চারেকের মধ্যে ছাড়া পেয়ে যাব। কিন্তু তা না হওয়ায়, দশ দিন পেরিয়ে যাওয়ার পর ভেবেছিলাম আর দেশে ফেরা হবে না। ওখানেই যা হওয়ার হবে।” পাশাপাশি, নিজের পরিবারের কাছে ফিরে তাঁর পুনর্জন্ম হয়েছে বলে বিশ্বাস করছেন তিনি।

পাক সেনার হাতে পূর্ণম বন্দি থাকাকালীন ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি ওখানে থাকার সময় কিছু জানতে পারেনি। দেশে ফিরে খবর দেখে জানতে পারি অপারেশন চলেছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1926216388290449555?s=19
স্বামী পাকিস্তানে বন্দি থাকাকালীন তাঁর জন্য শনিবারের ব্রত করেছিলেন পূর্ণম-জায়া রজনী সাউ। গতকাল স্বামী বাড়ি ফিরেছেন। শনিবার সকালে ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি। “প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো করি। কিন্তু যেদিন থেকে স্বামীর পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি, সেদিন থেকেই প্রতি শনিবার মন্দিরে পুজো দিই। এখনও পর্যন্ত তিনটে শনিবার পালন হয়েছে মোট ষোলটা শনিবার পালন করব”, জানান রজনী দেবী।