প্রতিবাদ : এবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্য থেকেই গ্রেফতার হলেন এক পাক গুপ্তচর।(Pakistani Spy)ধৃতের নাম সহদেব সিং গোহিল (২৮)। তিনি কচ্ছের বাসিন্দা। সহদেবের বিরুদ্ধে বায়ুসেনা এবং বিএসএফের গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।
Read More: বাংলায় ফের করোনার প্রকোপ! ২ জনের শরীরে মিলল ভাইরাস
সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৩ সালে সহদেব অদিতি ভরদ্বাজ নামে এক আইএসআই এজেন্টের সংস্পর্শে আসেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসএফ এবং বায়ুসেনার অনেক গোপন তথ্য ও ভিডিও অদিতির হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ সহদেবের(Pakistani Spy)বিরুদ্ধে।

এবিষয়ে গুজরাটের অ্যান্টি-টেররিজম স্কোয়াডের (এটিএস) আধিকারিক কে সিদ্ধার্থ বলেন, “২০২৫ সালের শুরুতে সহদেব নতুন একটি সিম কেনেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসএফ এবং বায়ুসেনার অধীনস্থ বহু জায়গার ছবি এবং ভিডিও অদিতিকে পাঠান।”
সহদেবের ফোনের ফরেন্সিক পরীক্ষার পর জানা গিয়েছে, তাঁর সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে। সম্প্রতি এক অজ্ঞাত পরিচয় যুবক তাঁকে নগদ ৪০ হাজার টাকাও পাঠিয়েছেন বলে খবর। তবে ওই যুবকের ব্যাপারে এখনও কোনও তথ্য এসে পৌঁছয়নি তদন্তকারীদের হাতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926270308291403874?s=19
উল্লেখ্য, ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা-সহ বেশ কয়েকজন। জ্যোতির পুলিশ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে হরিয়ানার নিম্ন আদালত। বুধবারই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, ইউটিউবারের কাছে যে সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে তদন্তকারীদের অনুমান, জ্যোতির সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হিসার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সেই মতো আদালত আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।