কলকাতা: মে মাসেই আয়লা-আমফানের মতো বিপর্যয় ধেয়ে এসেছিল। আবার ফের এই মে মাসেই দুর্যোগের আশঙ্কা দানা বাঁধছে। আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।(Weather Forecast) বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা।
Read More: বাড়ি ফিরছেন বাংলার জওয়ান পূর্ণম! অধীর অপেক্ষায় পরিবার ও রিষড়াবাসী
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে চার জেলা ভাসবে বৃষ্টিতে। নিম্নচাপের প্রভাবে ২৮ মে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।(Weather Forecast) নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

চলতি সপ্তাহে শুক্রবার ও শনিবার বাংলা জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের তিন-চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েকদিন কলকাতা-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925829170833006939