প্রতিবেদন: সিন্ধু জলচুক্তি(Indus Water Treaty) আপাতত বাতিলের খাতায়। এবার তা নিয়েই ভারতকে হুমকি পাকিস্তানের। লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের সুরেই প্রায় একই মন্তব্য করলেন পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরি। আমাদের জল বন্ধ করলে ভারতের শ্বাস বন্ধ করে দেব! ভারতকে হুমকি পাক সেনা মুখপাত্রের।
Read More: অব্যাহত ‘অপারেশন ত্রাসী’, ভূস্বর্গে জঙ্গিদের খোঁজে শুক্রবারও তল্লাশি সেনার
পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যান পাক সেনার মুখপাত্র। সেখানে গিয়ে সিন্ধু জলচুক্তি(Indus Water Treaty) প্রসঙ্গে আহমেদ বলেন, “তোমরা যদি আমাদের জল বন্ধ করে দাও আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব।” এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

তারপরেই নেটিজেনদের মনে পড়ছে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের মন্তব্য। ২৬/১১ হামলার মূলচক্রীও ঠিক একইভাবে বলেছিল, “তোমরা যদি আমাদের জল বন্ধ করে দাও আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব। জল নয়, তোমাদের রক্ত বইবে সিন্ধুতে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1925842148244533709
উল্লেখ্য, সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি-মিনতি শুরু করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর মতে, কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে। সেটা হল বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রসঙ্গে। এত অনুনয়-বিনয় করেও যখন লাভ হয়নি, তখন হুমকি দিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টায় পাকিস্তান।