প্রতিবেদন : ভারত-পাক সংঘাতের আবহে বিদেশ ভ্রমণে গিয়েছেন সংসদের সর্বদলীয় প্রতিনিধিরা। বর্তমানে জাপান, ইন্দোনেশিয়া, কোরিয়া সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৮ জনের প্রতিনিধি দল। জাপানের বিদেশমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পালটা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন তাঁরা। জাপানের আশ্বাস, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকবে। প্রতিনিধি দলটি ফেরার পরই সংসদে বিশেষ অধিবেশন(Parliamentary Session) ডাকা হোক, কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: মুখ্যমন্ত্রীর কথামতোই ২০ ও ২৫ হাজারের ভাতা চাকরিহারাদের, বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের
শুক্রবার এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ”সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। সংসদের বিশেষ অধিবেশনের(Parliamentary Session) মাধ্যমে তা সর্বসমক্ষে আনার আবেদন জানাচ্ছি।” এদিন জাতীয় পতাকার ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর বার্তা, ”সর্বদলের প্রতিনিধিরা যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্বে ঘুরে ঘুরে সকলকে সবটা জানাচ্ছেন, তাতে আমি খুশি। আমি বারবারই বলেছি, তৃণমূল কংগ্রেস সবসময় এক্ষেত্রে কেন্দ্রের পাশে থাকবে।”

পাশাপাশি তাঁর কথায়, “দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের কাছে সমর্থনযোগ্য। এবার আমি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি যে সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। আমি মনে করি, সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1925885249591841147