কলকাতা : সীমান্তে রয়েছে কড়া নজরদারি। ফলত দেশ পুরোপুরি নিরাপদ। বৃহস্পতিবার কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এমনই জানালেন ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন।(ISRO Chairman) বললেন, “আমরা অনবরত সীমান্তে নজর রেখে চলেছি। শুধু এটুকু বলতে পারি, ভারত ইজ সেফ্।” পাশাপাশি, তাঁর কথায়, “দেশের নিরাপত্তা দেশের স্ট্র্যাটেজির বিষয়। এগুলো প্রকাশ্যে বলা যায় না। শুধু জেনে রাখুন, আমরা সদা সজাগ নজর রেখেছি আমাদের সীমান্তে। অপারেশন সিঁদুরের সময় সতর্ক পাহারা ছিল। দেশের মানুষের নিরাপত্তার জন্য যেখানে যেটুকু করার দরকার আমরা করেছি।”
Read More: টোকিওতে দীর্ণ অবস্থায় পড়ে রাসবিহারী বসুর সমাধিস্থল! অভিযোগে সরব অভিষেক
এদিন রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার রামমোহন মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান।(ISRO Chairman) দেশের নিরাপত্তার প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, “পাকিস্তান-সহ দেশের সমস্ত সীমান্ত মিলিয়ে ১১ হাজার ৫০০ কিলোমিটার সীমান্ত ইসরো মনিটর করছে অনবরত। আবারও বলছি, দেশের সবাই নিরাপদ।”

দেশের নিরাপত্তার মূল প্রহরী ত্রিস্তরীয় সেনা হলে তাদের যোগ্য সহযোগী হয়ে ‘অপারেশন সিঁদুর’-কে সাফল্য এনে দিয়েছে ইসরো। জঙ্গিদের সঠিক অবস্থান খুঁজে বার করেছিল এই মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো অন্তত ১০০ উপগ্রহ। যার মধ্যে ৫৬টি এই মুহূর্তে ঠিক উপর থেকে দেশের কোণায় কোণায় কড়া দৃষ্টি রাখছে। ইসরোর সহযোগিতায় নিজেদের সীমান্তের ভিতরে দাঁড়িয়ে পাক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করতে পেরেছে ভারতীয় সেনাবাহিনী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925833618653401461
বৃহস্পতিবারের অনুষ্ঠানে ডঃ নারায়ণনের হাতে রামমোহন আচার্য সম্মান তুলে দেন রামমোহন মিশনের সভাপতি সুজয় বিশ্বাস। ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সুপর্নানন্দ মহারাজ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের মাঝেই রামকৃষ্ণ মিশনের মহারাজ ইসরোর অবদানের জন্য তাদের চেয়ারম্যানের ডান হাতটা নিয়ে নিজের মাথায় ছুঁইয়ে দেন।