নয়াদিল্লি: পুলিশি হেফাজতের সময়সীমা বেড়েছে পাক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত জ্যোতি মালহোত্রার।(Jyoti Malhotra) বুধেই জানা যায় যে, জ্যোতি যে ‘চরবৃত্তি’ করতেন, তার বেশ কয়েকটি নতুন ‘ডিজিটাল’ প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। তাঁদের মতে, জ্যোতির সমাজমাধ্যমের ভিডিয়োগুলি প্রকৃত সত্যকে আড়াল করার জন্য বানানো হত। আদতে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে গোয়েন্দাদের কাছে। কিন্তু পুলিশ জানাচ্ছে, পাক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকলেও সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্যোতির। তদন্তে এখনও পর্যন্ত সে রকম কোনও প্রমাণ পাওয়া যায়নি।
Read More: বড় নাশকতার ব্লু প্রিন্ট! দিল্লি থেকে পুলিশের জালে আইএসআই এজেন্ট
হিসারের পুলিশ সুপার বলেন, ‘‘কয়েক জন পাক এজেন্টের সঙ্গে জেনেশুনেই যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। তবে জ্যোতির সশস্ত্র বাহিনী বা তাদের পরিকল্পনা সম্পর্কে কোনও জ্ঞান ছিল বলে মনে হয় না। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপে তাঁর জড়িত থাকার প্রমাণও পাওয়া যায়নি। এমন কোনও নথিও আমরা পাইনি, যার থেকে প্রমাণিত হয় যে উনি কোনও পাক এজেন্টকে বিয়ে করতে চেয়েছিলেন বা ধর্মান্তরিত হতে চেয়েছিলেন।’’

অতএব বুধবার পুলিশের দেওয়া তথ্য অনুসারে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (পিআইও)-র গোয়েন্দাদের সঙ্গে জ্যোতির(Jyoti Malhotra) যোগাযোগ ছিল, তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে, কিংবা কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বহুল প্রচারিত জ্যোতির ডায়েরিটিও পুলিশ উদ্ধার করেনি বলেই জানা গিয়েছে। পুলিশ সুপারের কথায়, জ্যোতির তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশের কাছে আদৌ কোনও ডায়েরি নেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925489725311213657
প্রসঙ্গত, বুধবার জানা গিয়েছে, পাক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত জ্যোতির পুলিশি হেফাজতের সময়সীমা বেড়েছে আরও চারদিন। আপাতত চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতেই কাটাতে হবে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে।