প্রতিবাদ : আচমকা হুমকি-বার্তার জেরে বোমাতঙ্ক(Bomb Scare) ছড়াল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে। হুঁশিয়ারির ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্ত্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে আদালতের সমস্ত কক্ষ। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। পুলিশ এবং বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে।
Read More: কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানোয় মমতাকে অকুণ্ঠ ধন্যবাদ ওমর আবদুল্লার
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের ইমেলে হুমকিবার্তা পাঠানো হয়। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত।(Bomb Scare) মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই আতঙ্ক ছড়ায় সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীগড় পুলিশ, দমকল, এবং উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছে বোম্ব স্কোয়াড। বর্তমানে সেখানে তদন্ত চালাচ্ছে তারা।

তবে কে বা কারা এই হুমকি-বার্তা পাঠাল, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত আদালতে কোনও বোমার হদিশ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গোটা বিষয়টি স্পষ্ট হলে তবেই আদালত খোলা হবে বলে জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925505326465368340
উল্লেখ্য, দেশের বিভিন্ন শহরে এরকম উড়ো হুমকিবার্তা নতুন নয়। তদন্ত করে দেখা গিয়েছে সেগুলির সবকটিই ভুয়ো। বুধবার বিকেলে গুরুগ্রামের একটি নিম্ন আদালতে এরকমই একটি হুমকি-ইমেল পাঠানো হয়েছিল। তবে তদন্তের পর দেখা যায়, তা ভুয়ো।