নয়াদিল্লি : নরেন্দ্র মোদীর জমানায় দেশজুড়ে প্রায়শই প্রকাশ্যে এসেছে হিন্দি আগ্রাসনের প্রতিচ্ছবি। এর বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিরোধী-শাসিত রাজ্যগুলি। যার অন্যতম হল তামিলনাড়ু। ‘ভাষাযুদ্ধ’-এর ডাক দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এবার তামিলনাড়ু সরকার অভিযোগ আনল, ভাষার আগ্রাসনের প্রতিবাদ করায় প্রাপ্য ২১৫১ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।(Education Policy) এই অভিযোগেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা।
Read More: নয়া নিয়মের কোপেই চুরমার প্লে অফের স্বপ্ন! বোর্ডকে চিঠি ক্ষুব্ধ কেকেআর কর্তৃপক্ষের
তামিলনাড়ু সরকার জানিয়েছে, কেন্দ্রের শিক্ষানীতি(Education Policy) না মানার কারণেই ইচ্ছাকৃতভাবে সেই রাজ্যের অর্থ আটকে রেখেছে কেন্দ্র। ২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু রদবদল করে কেন্দ্র। সেখানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটি করে ভাষা পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করা হয়। সংঘাতের কারণ তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির দ্বিভাষা নীতি। অর্থাৎ কিনা ইংরেজি ও আঞ্চলিক ভাষা। স্ট্যালিনের দল ডিএমকে প্রথম থেকেই অভিযোগ করে আসছে, জোর করে তিন ভাষার নীতি এনে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে।

শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকারের অভিযোগ, হিন্দি আগ্রাসনের বিরোধিতা করায় শিক্ষাবিস্তারে তামিলনাড়ুকে আর্থিক অনুদান বন্ধ করে দেয় কেন্দ্র। বিভিন্ন শিক্ষা প্রকল্পের প্রায় ২১৫১ কোটি টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এর ফল ভোগ করতে হচ্ছে ছাত্রঠছাত্রীদের। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রের প্রকল্প অনুমোদন বোর্ড বৈঠকের পর জানিয়েছিল, প্রাপ্য টাকা এপ্রিলের মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে তামিলনাড়ুকে। কিন্তু এপ্রিল পেরিয়ে মে মাস শেষ হতে চললেও এখনও মেলেনি শিক্ষা প্রকল্পের অর্থ। এই কারণেই স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টে মামলার সিদ্ধান্ত নিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925183737886908650