শিলিগুড়ি: সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি নিয়ে তাঁর এই সফর। মঙ্গলে একাধিক প্রকল্পের ঘোষণার পরেই বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) সেখান থেকেই পুলিশ-প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে! বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা জানিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: ‘এনক্রিপ্টেড চ্যাট’-এ কথোপকথন! পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে বিভিন্ন কৌশল জ্যোতির
এদিন মমতা বলেন, ভিন্রাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন। তাঁর কথায়, ‘‘বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে। সাবধান থাকতে হবে, বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার এখানে কেউ যেন মানুষকে মিথ্যা কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে।’’

প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেন। মুখ্যমন্ত্রী সাবধান করে বলেন, ‘‘কেউ চট করে কাউকে কোনও ডিটেলস্ দেবেন না। ‘অথেনটিক’ কেউ কি না দেখে নেবেন। এ রকম (দুষ্কৃতী) ধরাও পড়েছে। ঝাড়গ্রাম, মালদহ, কোচবিহার, কলকাতা এবং ডায়মন্ড হারবারে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1925144368509522300
পাশাপাশি পুলিশকে আরও সক্রিয় হতে বলেন পুলিশমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা স্পর্শকাতর। সে জন্য খেয়াল রাখতে হবে পুলিশকে। তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘‘বিএসএফ দায়িত্বে আছে বলে নিজেরা বসে থাকবেন না। এইতো কয়েকদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হল। উদয়ন (গুহ) আমাকে জানানোর পর তাঁকে বেল (জামিন) করিয়ে ছাড়িয়ে এনেছি আমরা। তাই ‘বিএসএফের দায়িত্বে আছে’ বলে নিজেরা বসে থাকবেন না। পাড়ার ক্লাবগুলো হাতে রাখুন।’’
তিনি আরও বলেন, ‘‘বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ এগিয়ে চলছে। তেমন ক্ষতিকর শক্তি বাড়ছে। যা আগে ছিল না। তাই সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। আগে পুলিশ তিন-চার বার এলাকায় এলাকায় ঘুরত। এখন ঘোরেই না!’’ তাঁর সংযোজন, ‘‘যত বেশি পুলিশ ভ্যান নিয়ে ঘুরবে মানুষ তো জানবে যে পুলিশ ‘অ্যালার্ট’ আছে।’’