নয়াদিল্লি: পাক সন্ত্রাসীদের সঙ্গে যোগ! গোয়ান্দাদের জালে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ট্র্যাভেল ভ্লগিং-এর নেপথ্যে গোপন তথ্য পাচারের ছক! একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে। জানা যাচ্ছে, পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ গোপন রাখতে নানা পন্থা(Encrypted Chat) নিতেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা।
Read More: মমতার প্রকল্পের সম্ভার নিয়ে মহিলাদের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল
হরিয়ানা পুলিশ জানিয়েছে, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, হোয়াট্সঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতেন জ্যোতি। এই সব ক’টি প্ল্যাটফর্মই ‘এনক্রিপ্টেড’!(Encrypted Chat) সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির সঙ্গে পাকিস্তান দূতাবাসের আধিকারিক এহসান দার ওরফে দানিশের আলাপ হয়েছিল হরিয়ানার শিখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির কর্মী হরকিরৎ সিংহের মাধ্যমে। অভিযোগ, জ্যোতিকে অন্তত দু’বার হরকিরৎই সাহায্য করেছিলেন। তদন্তকারীরা ইতিমধ্যেই তাঁর বিভিন্ন ডিজিটাল ডিভাইস এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জ্যোতি যে ‘চরবৃত্তি’ করতেন, তার বেশ কয়েকটি নতুন ‘ডিজিটাল’ প্রমাণও তদন্তকারীদের হাতে এসেছে। তাঁদের মতে, জ্যোতির সমাজমাধ্যমের ভিডিয়োগুলো ছিল সত্যটাকে আড়াল করার জন্য! পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ‘এনক্রিপ্ট’ প্ল্যাটফর্ম ব্যবহার করতেন তিনি। সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে গোয়েন্দাদের কাছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925142416266580074
সূত্রের খবর, জ্যোতি যখন পাকিস্তানে ছিলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েক জন পাকিস্তানির সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। সেই সূত্র ধরেই পাকিস্তানের কয়েক জন গোয়েন্দাকর্তার সঙ্গে জ্যোতির পরিচয় করিয়ে দেওয়া হয়। তদন্তে ‘জাট রান্ধাওয়া’ নামে এক ব্যক্তির কথাও উঠে এসেছে। যদিও সেই নামে কোনও ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাননি তদন্তকারীরা। তবে অনুমান, জ্যোতি যাতে ধরা না পড়েন, সেই কারণে শাকির নামে এক পাকিস্তানি এজেন্টের নম্বর ওই নামে মোবাইলে সেভ করে রেখেছিলেন।