শিলিগুড়ি : ‘ভূতুড়ে ভোটার ইস্যুতে আরও একবার সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরের প্রশাসনিক সভা থেকে ভোটার লিস্ট নিয়ে ডিএম-এসপিদের সতর্ক থাকার নির্দেশ তিনি। স্পষ্ট বললেন, “এক একজনের তিন জায়গায় নাম। এদের(Ghost Voters) শনাক্ত করুন।”
Read More: বর্ষায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে তৈরি থাকার আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর
বর্তমানে ৩ দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই সীমান্তে নজরদারি বৃদ্ধি-সহ একাধিক নির্দেশ দেন। ওঠে ভোটার তালিকায় গরমিলের প্রসঙ্গ। তখনই জেলাশাসক ও পুলিশ সুপারদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “একজনের তিনটে করে জায়গায় নাম। এটা যারা করছেন, তাঁদের শনাক্ত করুন। প্রশাসনের কর্মী, যারা ভোটার লিস্টের কাজ করেন, তাঁদের ভালো করে দেখে শুনে কাজ করতে বলুন।” মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তৃণমূল কর্মী, পুলিশের সঙ্গে আলাপ জমাচ্ছে। সুযোগ বুঝে জেনে নিচ্ছে তাঁদের পরিচয় ও খুঁটিনাটি। এবিষয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।

উল্লেখ্য, ভুয়ো ভোটারের লিস্ট নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ‘ভূতুড়ে’ ভোটার(Ghost Voters) খুঁজতে একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ৩৬ জনের এই কমিটি গঠিত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজন বিধায়ক উক্ত কমিটিতে রয়েছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925153623555916088