শিলিগুড়ি : বাংলায় সেভাবে বর্ষার মরসুম না শুরু হলেও প্রতিবেশী রাজ্য সিকিমে চলছে দুর্যোগ। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হয়েছে গত দু’দিন। এমতাবস্থায় সম্ভাব্য দুর্যোগ সামলাতে প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। সেখানেই বর্ষার আগে বিপর্যয় রুখতে বার্তা দিলেন প্রশাসনকে।
Read More: বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, গরম থেকে স্বস্তি মিলবে কবে! জানাল হাওয়া অফিস
শুধু উত্তরবঙ্গের বন্যাই নয়, সারা রাজ্যের ক্ষেত্রেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন মমতা।(Mamata Banerjee) ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। সেই কথাও এদিন জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, বন্যা-মোকাবিলায় বাংলা বঞ্চিত হয় বারবার।

ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী বৃষ্টিও দেখা গিয়েছে। সিকিমে মঙ্গলবার রাত থেকে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। উত্তর সিকিমের ধস নেমেছে। ফুঁসে উঠেছে তিস্তা-সহ একাধিক নদী। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছর ধরে বর্ষায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা দেখা গিয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও কথা বলেছেন। বর্ষার সময় যাতে বন্য জন্তুদের খাবারের সমস্যা না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925151738157519133