কলকাতা: পাকিস্তানের সন্ত্রাস এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কথা জানাতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল।(Central Delegation) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে রয়েছেন, সেই দল যাবে এশিয়ার পাঁচ দেশে। দলের নেতৃত্ব দেবেন জেডিইউ-এর সাংসদ সঞ্জয় ঝা। বুধবারই এই প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read More: উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান দিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর
অভিষেক যে দলে(Central Delegation) রয়েছেন, সেই দল যাচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া। তৃণমূল সাংসদ ছাড়াও ওই দলে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা সলমন খুরশিদ, মোহন কুমার। নেতৃত্বে রয়েছেন সঞ্জয় ঝা।

তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূলনেত্রী মমতাকে। দু’জনের মধ্যে বেশ খানিক ক্ষণ কথা হয়। সেখানেই অভিষেকের নাম প্রস্তাব করেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের নেতৃত্বকে না-জানিয়ে কী ভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করেছিল, তা নিয়ে রিজিজুর কাছে ক্ষোভ জানান মমতা। তিনি নাম প্রস্তাব করার পরে বহুদলীয় প্রতিনিধি দলের সঙ্গে পাঁচ দেশে যাচ্ছেন অভিষেক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924823761846730824