শ্রীনগর: পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যুমিছিল নিয়ে সারা দেশ তথা আন্তর্জাতিক স্তরেও নিন্দার ঝড় ওঠে। এরপরেই ভারতের প্রত্যাঘাত সামলাতে হিমসিম খায় পাকিস্তান। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পালটা প্রত্যাঘাত করে পাকিস্তানও। তার বেশিরভাগ প্রতিহত করা গেলেও জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে পাক গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও। এবার সেই সমস্ত ক্ষয়ক্ষতির কবলে থাকা মানুষদের পাশে দাঁড়াতে ভূস্বর্গে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।(TMC Delegation)
Read More: চালকের তৎপরতায় বানচাল নাশকতার ছক! যোগীরাজ্যে অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের
বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরিতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।(TMC Delegation) তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে। আগামী ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত তৃণমূলের প্রতিনিধি দল থাকবে সেখানেই। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াতে এই পদক্ষেপ তৃণমূলের।

মঙ্গলবার শাসকদলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একথা জানানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমূল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।
Link: https://x.com/AITCofficial/status/1924725933917032531?t=aV6schhw9UrXz7GCrsD7sQ&s=08