শিলিগুড়ি : ভারত-পাক সংঘাতের আবহে রাজ্যবাসীর উদ্দেশ্যে আরও একবার পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, তিনি দাঙ্গা চান না কোনওমতেই। সেই সঙ্গে নিন্দায় বিঁধলেন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেও।
Read More: বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে বিঁধে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে বিভিন্ন পরিষেবা প্রদানকারী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে দাঙ্গার প্রসঙ্গ। বলেন, দাঙ্গা হলে ক্ষতি হয় সাধারণ মানুষের। জীবন-মরণের সামনে পড়েন তাঁরা। সেই কথা মনে করিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।”

পাশাপাশি, গেরুয়াশিবিরকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়। তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রবীন্দ্রনাথ, নজরুলের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। বাংলার ঘরে ঘরে ‘বিজয় পতাকা’ উত্তোলনের আহ্বানও জানান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924818626500088310
এছাড়া কেন্দ্রের ক্রমাগত বঞ্চনা সত্ত্বেও রাজ্য কীভাবে এগিয়ে চলেছে, তার খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেন, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনা, একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ থাকলেও সবক্ষেত্রেই বাংলা এগিয়ে চলেছে। আগামীতেও দেশের মধ্যে বাংলা অগ্রণী হবে বলে আশাবাদী তিনি। “তোমরা না দিতে পার। মানুষ যেন বঞ্চিত না হয়। আগে মানুষ তারপর সবকিছু”, স্পষ্ট বার্তা মমতার।