নয়াদিল্লি: অপারেশন সিঁদুর’-এর পরেই কর্নেল সোফিয়ার প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে। এ নিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলাও চলছে। বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য পুলিশকে একটি সিট গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এবার সেই নির্দেশ মতোই কর্নেল সোফিয়া কুরেশির প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্তকারী দল (সিট) গঠন করল মধ্যপ্রদেশ পুলিশ।
Read More: ‘সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই’, হাফিজ সহ ৩ জঙ্গিকে ফেরত চেয়ে স্পষ্ট বার্তা ভারতের
সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ ছিল, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সিট গঠন করতে হবে। পুলিশকে সিট গঠনের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ওই বিশেষ তদন্তকারী দলে এক মহিলা অফিসার-সহ তিনজন আইপিএস পদমর্যাদার পুলিশ থাকবেন। সিটকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে ২৮ মে-র মধ্যে। শীর্ষ আদালতের নির্দেশের পর সোমবার রাতেই সিট গঠন করে ফেলে মধ্যপ্রদেশ পুলিশ। আদালতের নির্দেশের পরই মধ্যপ্রদেশ পুলিশের ডিজি কৈলাস মাকওয়ানা সিট গঠনের নির্দেশিকা জারি করেন।

প্রমোদ বর্মা, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল কল্যাণ চক্রবর্তী এবং পুলিশ সুপার বাহিনী সিংহ। সিনিয়র আইপিএস আধিকারিক প্রমোদ বর্মা বর্তমানে সাগর রেঞ্জে আইজি পদে কর্মরত। আইপিএস কল্যাণ চক্রবর্তী বর্তমানে ভোপালে ডিআইজি পদে রয়েছেন। আইপিএস বাহিনী সিংহ মধ্যপ্রদেশের দিনদোরি জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924751902761484596
উল্লেখ্য, সম্প্রতি কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। ওই কুমন্তব্যের জন্য গত সোমবারের শুনানিতেও সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি নেতা। ওই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ানোর পর ক্ষমা চেয়েছিলেন মন্ত্রী। তবে আদালত তা গ্রহণ করেনি। মধ্যপ্রদেশের মন্ত্রীকে সোমবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছে, “কুমিরের কান্না কাঁদবেন না।” মন্ত্রীর ক্ষমা চাওয়ার ধরনকেও আন্তরিক বলে মনে করছে না আদালত।