ওয়াশিংটন: প্রতি বছরেই ভারত থেকে বিপুল পরিমাণে আম রফতানি(Mango Export) হয় মার্কিনমুলুকে। আমেরিকায় ভারতের আমের প্রচুর চাহিদা থাকলেও সম্প্রতি ট্রাম্পের দেশের কার্যকলাপে স্তম্ভিত ভারত। সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। ফলে রফতানিকারক ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি সামলাতে হিমসিম খাচ্ছেন। কিন্তু হঠাৎ এহেন আচরণ কেন পশ্চিমা দেশের! তা নিয়েই উঠছে প্রশ্ন।
Read More: জগন্নাথধাম নিয়ে প্রবল উৎসাহী বিদেশিরা, দিঘায় আসতে চান হেনরি ফোর্ডের প্রপৌত্র
জানা যাচ্ছে, চলতি মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে।(Mango Export) এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের।

শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে হবে তাঁদের। এই অবস্থায় আমগুলিকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। এই পরিস্থিতির নেপথ্যের কারণ কী? তা নিয়েই প্রশ্ন উঠছে নানান মহলে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924439369425035537
তবে ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদনের দেওয়া তথ্য অনুসারে, গত ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দফতরে রফতানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রফতানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা। তাদের বক্তব্য, হয় নতুন করে রফতানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা এ যাত্রায় ওই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। তারা কোনও ক্ষতিপূরণ পাবেন কিনা তাও এখনও স্পষ্ট নয়।