নয়াদিল্লি : ‘অপারেশন সিঁদুর’-এর অব্যবহিত পরেই অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের(Air Defense System) সামনে নিষ্ক্রিয় হয়ে যায় পাক মিসাইল আর ড্রোনগুলি। কীভাবে এমনটা সম্ভব হল, সোমবার একটি ভিডিও প্রকাশ করে তা বিস্তারিত জানিয়েছে ভারতীয় সেনা।
Read More: ‘যোগ্যরাই পুরস্কৃত হয়েছেন’, দলের সাংগঠনিক রদবদল নিয়ে স্পষ্ট জানালেন অভিষেক
১৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং পদে থাকা মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানান, “আমরা জানতাম পাকিস্তান নির্দিষ্ট কোনও টার্গেট পাবে না হামলা চালানোর জন্য। তাই ওরা ভারতীয় সেনার ঘাঁটি এবং জনবসতিতে হামলা করবে। জনবসতির মধ্যে থাকা ধর্মস্থানেও পাক হামলার প্রবল সম্ভাবনা ছিল। ধর্মস্থানের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্বর্ণমন্দির। তাই ৮মে অমৃতসর লক্ষ্য করে হামলা শুরু হতেই আমরা স্বর্ণমন্দির সুরক্ষিত রাখতে একটি ছাতা গড়ে তুলি।”

পাশাপাশি, তাঁর কথায়, “মূলত ড্রোন এবং দূরপাল্লার মিসাইলের মাধ্যমে ওইদিন হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটা রুখতে পুরোপুরি তৈরি ছিল সেনা। তাঁর কথায়, “আমাদের সাহস এবং সতর্কতা পাক সেনার জঘন্য ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি ড্রোন এবং মিসাইলকে গুলি করে নামানো হয়েছে। স্বর্ণমন্দিরের কোনও ক্ষতি হয়নি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924417625062334673
সোমবার একটি ভিডিও প্রকাশ করা হয় সেনার তরফে। সেখানে আকাশ মিসাইল সিস্টেম, এল-৭০ এয়ার ডিফেন্স গানের(Air Defense System) ব্যবহার দেখানো হয়েছে। অমৃতসর-সহ পাঞ্জাবের অন্যান্য শহরগুলিকে রক্ষা করেছিল এই সিস্টেমই। কীভাবে পাক হামলার সামনে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোল হয়েছে, সেনার প্রকাশিত এই ভিডিওতে তা তুলে ধরা হয়েছে।