প্রতিবেদন : এবার সংশয়ের মুখে পড়ল এশিয়া কাপ।(Asia Cup) ভারত-পাক সংঘাতের জেরে এশিয়া কাপ বয়কট করছে বিসিসিআই, সূত্র অনুযায়ী মিলেছে এমনই ইঙ্গিত। শোনা যাচ্ছে, ক্রিকেটের মঞ্চে পাকিস্তানকে একঘরে করতেই এই পদক্ষেপ করতে চলেছে ভারতীয় বোর্ড। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তাই পাক ব্যক্তির নেতৃত্বে কোনও কাজ করতে আগ্রহী নয় বলেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে চাইছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে সূত্র।
Read More: জানুয়ারিতে পহেলগাঁও সফরের পর হামলা, পাক গুপ্তচর সংস্থাকে একাধিক তথ্য পাচার জ্যোতির !
এবছরের এশিয়া কাপের(Asia Cup) আয়োজক দেশ ভারত। শুধু তাই নয়, আগামী মাসে মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও আয়োজনের দায়িত্বে ছিল বিসিসিআই। দু’টি টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড, এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, দেশের ভাবাবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে বোর্ড।

উক্ত সূত্রের কথায়, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। তাই এসিসি আয়োজিত কোনও টুর্নামেন্টে ভারতীয় দল খেলবে না। এটা গোটা ভারতের আবেগের বিষয়। মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে। তারপরেও যেসব টুর্নামেন্ট রয়েছে সেখানেও ভারত খেলবে না বলেই ধরে রাখা হোক। এই ইস্যুতে ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924414348253954307
বলাই বাহুল্য, এশিয়া কাপে ভারত না খেললে টুর্নামেন্টে কার্যত কোনও আকর্ষণ থাকবে না। পাশাপাশি ভারত-পাক সংঘাতের আবহে সম্প্রচারকারীদের অনেকেই পাকিস্তান-বিরোধী অবস্থান নিয়েছে। ফলত টুর্নামেন্ট সম্প্রচার নিয়ে সমস্যা হতে পারে। এছাড়াও ভারত-পাক ম্যাচ না হলে টুর্নামেন্ট দেখাতেও আগ্রহ হারাবে সম্প্রচারকারীরা। যাবতীয় ক্ষতির কবলে পড়তে নকভির নেতৃত্বাধীন এসিসিকেই। এছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচ পূর্ণ সদস্য (ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান) সম্প্রচারের আয় থেকে ১৫ শতাংশ করে পায়। যদি বর্তমান সম্প্রচারকারী সেই চুক্তি থেকে বেরিয়ে যায়, তবে পাক বোর্ডকেও আর্থিক লোকসান ভুগতে হবে।