আসানসোল : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ইতিমধ্যেই এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। জ্যোতির গ্রেফতারির খবর শুনে হতবাক ‘বন্ধু’ সৌমিত ভট্টাচার্য।(Youtube Vlogger) দু’জনেই ইউটিউবার। সেই সূত্রেই একে অপরকে চেনেন, জানেন। দেখাসাক্ষাৎ, একসঙ্গে বেড়ানো, আড্ডা, খাওয়াদাওয়া হয়েছে। কিন্তু জ্যোতি যে এমন কাজ করতে পারেন, তা সৌমিত ঘুণাক্ষরেও টের পাননি।
Read More: ভারতের ‘আম’ ফেরাল ট্রাম্প! ১৫টি শিপমেন্ট বাতিল আমেরিকার, বিপুল টাকার ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের
বর্তমানে নিজের ভ্লগ তৈরির কাজে আন্দামানে রয়েছেন আসানসোলের সৌমিত।(Youtube Vlogger) জ্যোতির এহেন কর্মকাণ্ডে চোখ কপালে উঠেছে তাঁর। সৌমিত এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সাবস্ক্রাইবার ৬ লক্ষের বেশি। ভেলোরের ভিআইটি থেকে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনার পর সৌমিত ভ্লগারের পেশা বেছে নেন। ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রাভেল ভ্লগ তৈরি করতেই পছন্দ করেন তিনি। সেইসূত্রে প্রায়শয়ই বাইরে থাকেন। গত বছরের ডিসেম্বরে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়ে শুটিংয়ের জন্য কাশ্মীরে আমন্ত্রিত ছিলেন সৌমিত। শ্রীনগর, পহেলগাঁও-সহ একাধিক বিখ্যাত জায়গায় ঘোরেন তিনি। এই টুরে তাঁর সঙ্গী ছিলেন হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি, পুরীর ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কা সেনাপতিরা। জ্যোতি, প্রিয়াঙ্কার সঙ্গে বদগামের দুধপাথরিতে ঘুরতে যান সৌমিত।

পাশাপাশি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শেওড়াফুলিতে বিয়েবাড়ির আমন্ত্রণ পেয়ে এসেছিলেন জ্যোতি। সেসময় ঘটনাচক্রে সৌমিতের সঙ্গে দেখা করেন। দু’জনে একসঙ্গে নামী রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খান। আর সেই মেয়েটিই যে তলে তলে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি করছেন, তা বিলকুল টের পাননি সৌমিত! জানিয়েছেন, “খুব শকিং বিষয়টা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিভিন্ন ইভেন্টে আমরা সবাই একসঙ্গে আমন্ত্রিত থাকি। দেখাও হয়। তবে এমন একটা গুরুতর কাজে জ্যোতি লিপ্ত, তা ভাবতেও পারছি না!” গোয়েন্দাদের নজরে পড়তে পারেন বলে ভয় গ্রাস করছে সৌমিতকেও ? এই প্রশ্নে যদিও বিন্দুমাত্র টললেন না তিনি। “আমার ভয় কীসের? আমি তো কখনও পাকিস্তানে যাইনি। গুপ্তচরবৃত্তিও করিনি। যদি আমার বিরুদ্ধেও এসব অভিযোগ থাকত, পুলিশ তো গ্রেফতার করত। কিন্তু কেউ আমাকে কিছুই বলেনি, জিজ্ঞাসাও করেনি”, স্পষ্ট জানান বাংলার ইউটিউবার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924471624125825095?s=19