কলকাতা : বিতর্কে ইতি টানলেন কোদ নেত্রীই। পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের ইউসুফ পাঠানের না থাকা নিয়ে শোরগোল তৈরি হয়েছিল। যাবতীয় বিতর্ককে ‘অযথা’ বলে আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করে দিলেন তিনি।
Read More: দক্ষিণবঙ্গে গরম অব্যাহত, ঝড়বৃষ্টিতে কী স্বস্তি মিলবে! জানাল হাওয়া অফিস
তৃণমূল সুপ্রিমো(Mamata Banerjee) জানালেন, দলের প্রতিনিধি না পাঠানো মানে কেন্দ্রের সিদ্ধান্ত বয়কট করা নয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল। মমতার কথায়, ”আমরা যে প্রতিনিধি পাঠাচ্ছি না বা পাঠাতে চাইছি না, তেমনটা নয়। কেন্দ্র তো দলকে কিছু না জানিয়েই ঠিক করেছে। তাদের কি উচিত ছিল না দলকে এটা জানানো? আমাদের কাছে চাইলে আমরাই প্রতিনিধির নাম পাঠাতাম। কিন্তু তা করেনি। আর আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবে, সেটা তো আমরাই ঠিক করব।”

পাশাপাশি, তিনি বলেন, “আমি লোকসভা, রাজ্যসভায় দলের চেয়ারপার্সন। আমাকেও তো কিছু জানানো হয়নি। এটা নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। আমাদের দলের কেউ বিদেশে যাচ্ছে না, তার মানে এই নয় যে আমরা তা বয়কট করছি। জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রের পাশে আছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924399598400852389