নয়াদিল্লি : পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এবার পাক মদতপুষ্ট খালিস্তানিদের শায়েস্তা করতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। (NIA)
Read More: তীব্র দাবদাহ থেকে মুক্তি! টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
খালিস্তানি জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) সদস্যদের খুঁজতে দেশের ১৫টি জায়গায় চলেছে ব্যাপক তল্লাশি অভিযান। গ্যাংস্টার হ্যাপি পাসিয়ানের সঙ্গে জড়িতদের খুঁজতে এই অভিযান বলে জানিয়েছে সূত্র। যার যোগ রয়েছে পাকিস্তানের খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিন্দা এবং আইএসআইয়ের সঙ্গেও। যাদের মদতে গত কয়েক মাসে পাঞ্জাবে একের পর গ্রেনেড হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২০২৪-এর ডিসেম্বরে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার এক থানায় গ্রেনেড হামলা হয়। যার সঙ্গে যোগ ছিল হরবিন্দর সিংয়ের। সেই থেকেই এনআইএয়ের(NIA )হিটলিস্টে রয়েছে হরপ্রীত সিং। বিকেআইয়ের অন্যান্য সদস্যদের খুঁজতে গতকাল অভিযানে নামে তদন্তকারীরা। চিরুনি তল্লাশি চলে গুরুদাসপুর, বাটালা, অমৃতসর এবং কাপুরথালা জেলায়। সেখানকার বেশ কিছু সন্দেহজনক জায়গা থেকে মোবাইল এবং ডিজিটাল ডিভাইস-সহ অপরাধমূলক উপকরণ এবং বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923649774080884889?s=19
আমেরিকার খালিস্তানি জঙ্গি হরপ্রীত সিংয়েরও যোগ রয়েছে হ্যাপি পাসিয়ানের। গত এপ্রিল মাসেই এনআইএ-র হিটলিস্টে থাকা বব্বর খালসা সংগঠনের সদস্য হরপ্রীতকে আমেরিকায় গ্রেফতার করে এফবিআই। গত ৭ মাসে পাঞ্জাবে কমপক্ষে ১৬টি গ্রেনেড হামলার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। গত ৭ এপ্রিল রাতে পাঞ্জাবের জলন্ধরে নেতার বাড়ির সামনে বোমা ছোড়া হয়। এমনই ১৪টি বোমাবাজির ঘটনায় উঠে এসেছিল হরপ্রীতের নাম।
পাশাপাশি, চলতি বছরে চণ্ডীগড় গ্রেনেড হামলার চার্জশিটেও এনআইএ হরপ্রীত-সহ মোট চারজনের নাম নথিভুক্ত করেছিল। দীর্ঘ দিন ধরে এই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ ও পাঞ্জাব পুলিশ। বিদেশের মাটিতে বিশেষ করে কানাডা, আমেরিকা ও ব্রিটেনে খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। মার্কিন মুলুকে ঘাঁটি গেড়ে থাকা ভারতের কুখ্যাত খালিস্তানি জঙ্গিদের লিস্ট ইতিমধ্যেই আমেরিকায় পাঠানো হয়েছে। এদিকে, ভারতের দিকে বন্ধুত্বপূর্ণ আশ্বাস দিয়ে খালিস্তানি চরমপন্থা দমনের বার্তা দিয়েছেন কানাডার নয়া প্রধানমন্ত্রী মার্ক কারনিও।