মুম্বই : ভারত-পাক সংঘাতের আবহেই আচমকা বোমাতঙ্ক ছড়াল মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। এই দু’টি জায়গাকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুক্রবার রাতে মেল(Threat Mail)আসে বিমানবন্দর পুলিশের কাছে। এরপরই শনিবার সকাল থেকে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Read : ভারতীয় বিমানবন্দরে চুক্তি বাতিল হতেই আদালতের দ্বারস্থ তুরস্কের সংস্থা সেলেবি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মেলে বিমানবন্দর ও তাজ হোটেলকে আইইডি বোমা মেরে উড়িয় দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলে মেলে(Threat Mail)উল্লেখ করা হয়েছে। মেল পাওয়ার পরই পুলিশের তরফে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
ইতিমধ্যেই ছত্রপতি শিবাজি রেল স্টেশন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শহরজুড়েই বিভিন্ন জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিমানবন্দর পুলিশের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে এই মেল এসেছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923685988045582509?s=19
উল্লেখ্য, বিগত ২০০১ সালে সংসদ ভবনে হামলা চালানোর মূল অভিযুক্ত ছিল আফজল গুরু। ২০১৩ সালে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। ওই বছরই ফ্রেব্রুয়ারি মাসে ফাঁসি হয় আফজলের। এদিকে ২০০৮ সালের মুম্বই হামলার স্মৃতি এখনও দগদগে আপামর ভারতবাসীর মধ্যে। সেই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে নিজেদের হেফাজতে পেয়েছে এনআইএ। এরই মধ্যে ফের বোমাতঙ্ক ছড়াল বাণিজ্যনগরীর বুকে।