কলকাতা: দিন বাড়লেই তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য তথা কলকাতা। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বৃহস্পতিবার রাতে কলকাতা এবং শহরতলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। তবে তাতেও তাপমাত্রা অপরিবর্তিত। তবে এবার শুক্রবারও ঝড়বৃষ্টির(Thunderstorm)সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, এই আবহাওয়া থাকতে পারে সোমবার পর্যন্ত। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি।
Read More: ভারতের বিরুদ্ধে ‘ট্রাম্প’ কার্ড, আমেরিকাকে নি:শুল্ক বাণিজ্যের প্রস্তাব পাকিস্তানের
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।(Thunderstorm) বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে শনিবার এবং রবিবারের জন্যেও। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তার পরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামী ৩ দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923334035087995294