প্রতিবেদন: ভারত-পাক যুদ্ধবিরতির পরেও দুই দেশের জট কাটছে না। ভারতের হামলায় জেরবার অবস্থা পাকিস্তানের। এর মধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিতাদেশে বেশ অনেকখানি চাপে পড়েছে ইসলামাবাদ। এহেন পরিস্থিতিতে এবার ভারতের বিরুদ্ধে নয়া পন্থা অবলম্বন করছে পাকিস্তান। দিল্লির বিরুদ্ধে ছক সাজিয়ে মার্কিনভূমিকে পাশে পেতে নয়া ছক পাকিস্তানের। এবার কূটনৈতিক পরিকল্পনা করে ‘ট্রাম্প’কার্ড কাজে লাগানোর চেষ্টা পাকিস্তানের।
Read More: ‘তিস্তা প্রহার’ মহড়ায় বাংলাদেশের ‘সেভেন সিস্টার’ দখলের দিবাস্বপ্নকে ধুয়েমুছে দিল ভারত
সম্প্রতি পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের তরফে আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে নির্দিষ্ট বেশকিছু পণ্য নিঃশুল্ক বাণিজ্য চুক্তির।(Duty Free Trade) পাক সরকারের এক ঊর্ধ্বতন কর্তা এই প্রস্তাবের কথা স্বীকার করে ওই সংবাদমাধ্যমকে জানান, “পাকিস্তান একাধিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক শুল্কমুক্ত বাণিজ্যের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে।” যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে দাবি ওই পাক আধিকারিকের। ভারতের সঙ্গে সংঘাত আবহে পাকিস্তানের এই প্রস্তাব আমেরিকাকে হাতে রাখার ছক হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

যদিও পাকিস্তানের তরফে আমেরিকাকে নিঃশুল্ক বাণিজ্য প্রস্তাব(Duty Free Trade) প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের দাবি, ভারতের বিরুদ্ধে আমেরিকাকে পাশে পেতে শাহবাজের এই পরিকল্পনা খুব বিশেষ সুবিধা করতে পারবে না। তার কারণ, বাণিজ্যের বাজার হিসেবে গোটা বিশ্বের ভারতের অবস্থান পাকিস্তানের চেয়ে অনেক ওপরে। তার উপর সন্ত্রাসবাদ ও আভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান। ফলে নিঃশুল্ক বাণিজ্যের প্রস্তাব দিলেই মার্কিন সংস্থাগুলি যে পাকিস্তানে বাণিজ্য করতে যে হামলে পড়বে এমনটা ভাবার কোনও কারণ নেই। অন্যদিকে, বাণিজ্যিক নিরাপত্তায় পাকিস্তানের চেয়ে অনেক বেশি নিরাপদ ভারত। সব মিলিয়ে কূটনৈতিক স্বার্থে বিশেষ করে সিন্ধু জল চুক্তি স্থগিতাদেশে ভারতের উপর চাপ বাড়াতে আমেরিকাকে পাশে পেতে চায় পাকিস্তান। তবে ভারত যে নিজের সিদ্ধান্তে অটল তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923331101172330525