প্রতিবেদন : মোদী সরকার ক্ষমতার আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে জনসাধারণের বাকস্বাধীনতা। কেন্দ্রের শাসকদলের বিরোধিতা করার মাশুল গুনতে হয়েছে অনেককেই। বাদ যায়নি সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় রক্তচক্ষুর কবলে পড়েছেন সাংবাদিকরাও। এবার ফুটে উঠল সেই চিত্র। মোদীরাজ্য গুজরাটে ইডির হাতে গ্রেফতার হলেন বহুল প্রচলিত সংবাদমাধ্যম ‘গুজরাট সমাচার'(Gujarat Samachar)-এর মালিক বাহুবলী শাহ। গত দু’দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর শুক্রবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Read More: ফিরছে কোভিড-আতঙ্ক! দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমশ বাড়ছে সংক্রমণ
বাহুবলীর গ্রেফতারির তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিরোধীরা। ঘটনাকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে উল্লেখ করে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও।
বাহুবলী শাহ লোকপ্রকাশন লিমিটেডের ডিরেক্টর। সেখান থেকে প্রকাশিত হয় ‘গুজরাট সমাচার'(Gujarat Samachar) সংবাদপত্র। তাঁর বড়ভাই শ্রেয়াংশ শাহ এই সংবাদপত্রের ম্যানেজিং এডিটর। বাহুবলী শাহ নিজেও এই সংবাদপত্রের যুগ্ম মালিক। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে শ্রেয়াংশ বলেন, গত দুদিন ধরে বাহুবলীর ১৫টি ব্যবসায়িক স্থানে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ। এর পর বৃহস্পতিবার আর্থিক তছরূপের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং বাহুবলীকে গ্রেফতার করা হয়।
গুজরাটের বিজেপিশাসিত সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “গুজরাট সমাচারের মুখ বন্ধের এই প্রচেষ্টা শুধু ওই সংবাদপত্রকে নয়, গণতন্ত্রের কণ্ঠরোধের ঘৃণ্য ষড়যন্ত্র। যখন সরকারকে আয়না দেখানো সংবাদপত্রে তালা লাগানোর চেষ্টা চলে তখন বুঝতে হবে দেশের গণতন্ত্র বিপদে। বাহুবলীর গ্রেফতারি সেই ভয়ের রাজনীতির অংশ। যা এখন মোদি সরকারের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। দেশ লাঠি কিংবা ভয়ের উপর ভিত্তি করে চলবে না দেশ চলবে সত্য ও সংবিধানের উপর ভিত্তি করে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1923371452935315625
এর পাশাপাশি সরব হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। “গত ৪৮ ঘণ্টায় গুজরাট সমাচার ও জিএসটিভিতে ইডি ও আয়করের তল্লাশি এবং সংস্থার মালিক বাহুবলীকে গ্রেফতার কোনও আকস্মিক ঘটনা নয়। এটা বিজেপির সেই ঘৃণ্য ষড়যন্ত্রের আরও একটা উদাহরণ। এরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজ দমিয়ে দিতে চায়। যারা সত্য বলে, প্রশ্ন করে তারা এই বিজেপির শত্রু। আশা করছি দেশ ও গুজরাটের জনতা শীঘ্রই এই স্বৈরাচারের জবাব দেবে”, এক্স হ্যান্ডলে লিখেছেন আপ সুপ্রিমো।