নয়াদিল্লি : ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে বারবার সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ক্রমাগত চাপেই শেষমেশ রাজ্যের প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন।(Election Commission of India) বাতিল হওয়া এই সব কার্ডের প্রায় ৯৫ শতাংশের নম্বর হরিয়ানার ভোটারদেকর কার্ডের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে বলে জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে।
Read More: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নয়া উদ্যোগ রাজ্যের
পাশাপাশি, গুজরাত ও অসমের বেশকিছু ভোটার কার্ডের সঙ্গে এই রাজ্যের কার্ডের নম্বর মিলে যাওয়ায় সেগুলিও বাতিল করা হয়েছে। সম্প্রতিই তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কমিশনের দফতরে।(Election Commission of India) ডুপ্লিকেট ভোটার কার্ডের অস্তিত্ব নিয়ে সরব হওয়ার পরেই চাপে পড়ে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন তৎপর হয়ে ওঠে। জেলাস্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে এপিক কার্ডে সংশোধনের ক্ষমতা দেওয়া হয়। তার ভিত্তিতেই অনুসন্ধান করে বাতিল করা হল একই নম্বরের কার্ড।

এপ্রসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, রাজ্যে প্রায় আড়াই লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলি খতিয়ে দেখার পর কমিশনের নির্দেশে ৩২ হাজার কার্ড নিয়ে অনুসন্ধান শুরু করা হয়। তার মধ্যে ৭ হাজার ৮০০ ডুপ্লিকেট কার্ডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর মধ্যে এমন কিছু কার্ড আছে যেগুলির মালিকরা অন্য জায়গায় চলে গিয়েছেন। কিন্তু কার্ড বাতিল না হওয়ার কারণে দু’টি কার্ডের মালিক। আবার এরকমও অনেক কার্ড আছে যার নম্বর ভিন রাজ্যের কার্ডের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। বাতিল করা হয়েছে একরম সব কার্ডই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923032383235805392