কলকাতা : বয়স পেরিয়েছে পঞ্চাশের কোঠা। তাতে কী! ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’, সেই কথাটাই ফের প্রমাণ করে দিলেন বঙ্গসন্তান সৌমেন সরকার। বর্ধমানের বাসিন্দা সৌমেন পেশায় রাজ্য পূর্ত দফতরের অ্যাসিস্টট্যান্ট ইঞ্জিনিয়ার। বুধবার তিনি জয় করলেন মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোত্স-এ পর্বতশৃঙ্গ।(Mountaineering)
Read More: ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’! মোদীরাজ্যে ইডির হাতে গ্রেফতার সংবাদমাধ্যমের বাহুবলী
সৌমেন জানিয়েছেন, গত ৭ এপ্রিল তিনি এই দুই পর্বতশৃঙ্গ(Mountaineering) জয় করার জন্য যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গী ছিলেন মিনসা সেরপা, যিনি ৮ বার এভারেস্ট জয় করেছেন। মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোটসে এই অভিযান ছিল মোট ৫৬ দিনের।
বৃহস্পতিবার অভিযানের আয়োজক ৮কে এক্সপিডিশনস সংস্থা জানিয়েছে, বুধবার সৌমেন বাকি সাতজন পর্বতারোহীর সঙ্গে পৌঁছন ৮,৮৪৯ মিটার উঁচু চূড়ায়।
আয়োজক সংস্থার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, চূড়ায় পৌঁছনো অন্যান্য পর্বতারোহীদের মধ্যে ছিলেন একজন চিনা নাগরিক, একজন আমেরিকার পর্বতারোহী এবং চারজন পর্বতারোহী গাইড। এহেন ঝুঁকিময় ও দুর্গম পর্বত অভিযানে সাফল্য বাংলা এবং সারা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল বলে জানিয়েছেন সৌমেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923372753198911774
স্বাভাবিকভাবেই, এই সুসংবাদ সৌমেনের বাড়িতে আসার পরই সরকার পরিবারে বইছে খুশির হাওয়া। খুশি পূর্ত দফতরে সৌমেনের সহকর্মীরাও। সৌমেন জানিয়েছেন, গত ২০ বছর ধরে মাউন্টেনিয়ারিং করছেন। ইতিমধ্যেই মাউন্ট স্টক কাংরি, মাউন্ট নান, মাউন্ট ইউনুম, মাউন্ট এলব্রাস,মাউন্ট দিও টিব্বা প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন তিনি।