প্রতিবেদন: ভারত-পাকিস্তান জট কাটাতে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও শোনা যায় ট্রাম্পের মুখে। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এবার ভারতের সঙ্গে মিত্রতা ভুলে উল্টো সুর গাইছেন ট্রাম্প। ভারতে অ্যাপেলের(Apple) ব্যবসা বাড়ানো নিয়ে একেবারে অন্য অবস্থানে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অ্যাপেলের সিইও টিম কুককে এবার নয়া প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প।
Read More: ‘উনি যেভাবে কাজ আটকে দেন!’, তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দুকে নিশানা জন বার্লার
ভারতে আর অ্যাপ্লের(Apple) জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপ্ল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন তিনি অ্যাপ্ল কর্তাকে বলেছেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।” ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে। পাশাপাশি তিনি টিম কুককে এও বলেছেন বলে জানান যে, ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয়। সেখানে বিক্রি করা খুব কঠিন।
উৎপাদনের ক্ষেত্রে চিনের উপরনির্ভরশীলতা কমিয়ে আনতে ইচ্ছুক Apple. আর তার বিকল্প হিসেবে ভারতকে বেছে নিতে আগ্রহী তারা। ফক্সকন, পেগাট্রন-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে আইফোনের উৎপাদনও বাড়িয়েছে তারা। ভারত সরকারও বিদেশি বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করেছে। কিন্তু অ্যাপেলের সিইও-র সঙ্গে নিজের যে কথোপকথন তুলে ধরলেন ট্রাম্প, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923009214768730437
অ্যাপেলের বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি অ্যাপ্ল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন্ দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে। এমন পরিস্থিতিতে আইফোন-সহ অন্য অ্যাপ্লের জিনিসগুলির দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।