লখনউ : জ্বলন্ত অবস্থাতেই ছুটে চলল বাস!(Burning Bus) এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখনউয়ে। যে খবর প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন প্রত্যেকে। অগ্নিদগ্ধ মৃত্যু হল দুই শিশু-সহ পাঁচ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। বৃহস্পতিবারের এই ঘটনাটি শহরে মোহনলালগঞ্জ এলাকার। অভিযোগের আঙুল উঠেছে বাস চালকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পথচারীরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়েছিলেন। তাঁরা চালককে সতর্ক করার চেষ্টা করেন। যদিও সেই কথায় কান না দিয়ে ওই অবস্থায় বাসটিকে এক কিলোমিটার নিয়ে যান তিনি।
Read More: মণিপুরে গুলির লড়াইয়ে ১০ জঙ্গিকে নিকেশ করল সেনা
এরপর পুরো বাস দাউ দাউ করে জ্বলে উঠলে বাস(Burning Bus) থামিয়ে পালিয়ে যান চালক ও কন্ডাক্টর। বাসের দরজা বন্ধ থাকায় ভিতরে আটকে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে অনেকে বাসের জানলা ভেঙে লাফ মারেন। এরপরেও বাসের পিছনের দিকে থাকা যাত্রীরা আটকে পড়েন। ঝলসে মৃত্যু হয় তাঁদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922938356058464756
পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মোহনলালগঞ্জ থানায় খবর আসে ওই স্লিপার বাসে আগুন লাগে। মৃতদের মধ্যে দু’জন মহিলা, দুই শিশু এবং এক জন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। বাসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।