কলকাতা : মোদী-জমানায় দেশজুড়ে বারবার প্রকাশ্যে এসেছে জাল ওষুধের রমরমার চিত্র। এবার বাংলায় মিলল নিম্নমানের জাল ওষুধ। সম্প্রতি ড্রাগ কন্ট্রোল বোর্ডের(Drug Control Board) ল্যাবরেটরিতে ৫১টি ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তার গুণগতমান অত্যন্ত খারাপ। এই তালিকায় রয়েছে অ্যাজিথ্রোমাইসিনের মতো জীবনদায়ী অ্যান্টিবায়োটিকও। বাজেয়াপ্ত এই অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারী সংস্থার নাম এমএস স্কাই কিওর সলিউশন। কেরলের ইদ্দুকিতে তার কারখানা।
Read More: আস্থার নাম ‘মমতা’! চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর
পাশাপাশি, গুজরাটের আহমেদাবাদে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ প্রোবায়োটিকও জাল ধরা পড়েছে! উক্ত ৫১টি জাল ওষুধের তালিকায় রয়েছে গ্যাস অম্বলের ওষুধ রেবেপ্রাজোল, ভিটামিন বি-এর ট্যাবলেট, স্নায়ুর ওষুধ অ্যালপ্রাজোলাম। নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।(Drug Control Board) রাজ্যের প্রতিটি খুচরো ও পাইকারি বিক্রেতাকে বাজার থেকে এই ওষুধ প্রত্যাহার করতে বলা হয়েছে। প্রতিটি ওষুধের দোকানে ব্যাচ নম্বর-সহ এই ওষুধের তালিকা টাঙিয়ে রাখতে বলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922659222333841439
এপ্রসঙ্গে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ ডাঃ জয়দেব রায় জানিয়েছেন, এই ধরনের ওষুধ খেলে অসুখের নিরাময় হবে না। একটি খারাপ মানের অ্যান্টিবায়োটিক কেউ খেলে ক্ষতিকর ব্যাকটিরিয়াটি মরবে না। যিনি খেয়েছেন, তাঁর শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটিরিয়া তৈরি হবে। পরবর্তীতে তাঁর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। চিকিৎসকরা জানিয়েছেন, আকছার ভেজাল ওষুধ পাওয়া যাচ্ছে। যেখানে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেই কারখানায় হানা দিয়ে উৎপাদন বন্ধ করে দিতে হবে। নিষিদ্ধ করতে হবে খারাপ মানের ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে।