ইম্ফল: উত্তেজনা ছড়াল মণিপুরে। বুধবার মণিপুরের চান্দেল জেলায় অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা।(Assam Rifles) অভিযানে নামতেই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১০ জঙ্গি। শেষ পাওয়া খবর অনুসারে, এখনও অভিযান অব্যাহত।
Read More: গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি, কাশ্মীরে সন্ত্রাস দমনে সাফল্য সেনার
পাক সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার আবহেই গত ৮ মে দেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেফতার করা হয় ১৩ জন জঙ্গিকে। এবার চান্দেল জেলায় নিকেশ করা হল ১০ জঙ্গিকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922936581284831597
জঙ্গি দমন অভিযানের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, “সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ১৪ মে বুধবার মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে হানা দেন অসম রাইফেলসের(Assam Rifles) স্পিয়ার কর্পসের সদস্যেরা। এখনও অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় সেনা। তখনই ১০ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র।”