মেদিনীপুর : ফের বড়সড় বিতর্কের মুখে রেল।খড়গপুরের পর এবার মেদিনীপুর শহরেও রেলের জায়গায় বসবাসকারী বহু পরিবারকে কোনওরকম পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের নোটিশ(Eviction Notice) দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মাথায় হাত ৫০০টি দরিদ্র পরিবারের মানুষজনের। সাত দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়েই শাসকদল তৃণমূলের দ্বারস্থ হয়েছে পরিবাররগুলি।
Read More: সাত নম্বর জার্সিতেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক, ছেলেকে নিয়ে গর্বিত রোনাল্ডো
খড়গপুরের পাশাপাশি মেদিনীপুর রেল স্টেশনকে সাজানো হচ্ছে অমৃত ভারত প্রকল্পে। সেই কাজের জন্যবস্তি উচ্ছেদের(Eviction Notice) নোটিশ দেওয়া হয়েছে। মেদিনীপুর শহরের রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্যের মানুষজন। এঁদের অধিকাংশই পেশায় দিনমজুর। রেলের জায়গায় ৫ শতাধিক বাড়ি হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922629937707532673
খড়গপুরের ধাঁচেই উচ্ছেদ-বিরোধী আন্দোলন হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় বস্তিবাসীদের। এর আগেও খড়গপুরে বস্তি উচ্ছেদ ঘিরে তৃণমূলের আন্দোলনে পিছু হটে রেল কর্তৃপক্ষ। এবার সেই আন্দোলন শুরু হবে মেদিনীপুরে। এখানে পিংলা-সহ উত্তর প্রদেশের বাসিন্দারাও থাকেন। কেউ দিনমজুর, কেউ বা লরিচালক। ৩০-৪০ বছর ধরে বসবাস করছেন এঁরা। এখন পরিবার নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছেন। বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন ইতিমধ্যেই।