কলকাতা : প্রতিশ্রুতি রাখলেন তিনি। আশ্বাস দিয়েছিলেন, চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতার(Monthly Allowance) বন্দোবস্ত করবে রাজ্য। আর, বুধবার নবান্ন সভাগৃহে সেই ঘোষণাতেই সিলমোহর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিল মাসের হিসাব অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসছে, ততদিন অবধি এই ভাতা পাবেন তাঁরা।
Read More: ‘নিজেকে গড়ে তুলেছিল অলিম্পিক অ্যাথলিটের মতো’, বিরাটের নিষ্ঠায় বিমুগ্ধ বাসু শংকর
এদিন অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভা বৈঠক। সেখানেই অশিক্ষক কর্মীদের মাসিক ভাতার(Monthly Allowance) বিষয়টি অনুমোদন পায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেই প্রকল্পের অধীনেই এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে, ততদিন পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এপ্রিল মাসের হিসাব অনুযায়ী টাকা পাবেন তাঁরা।
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “চাকরি বাতিলের মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। আমরা রিভিউ পিটিশন করেছি। আদালত যেমন নির্দেশ দেবে তেমনভাবেই চলব। তবে গ্রুপ সি ও ডি কর্মীদের যাঁদের বেতন বন্ধ, তাঁদের পরিবার সমস্যায় পড়েছে। সেই কথা মাথায় রেখে একটি প্রকল্প তৈরি করেছি। তার অধীনে গ্রুপ সি ও ডি কর্মীদের আর্থিক সাহায্য দেওয়া হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922652425959194799?s=19
প্রসঙ্গত, এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়ে এসএসির ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে। চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পরে রায় পুনর্বিবেচনা করা হলে আদালত অযোগ্য বলে প্রমাণিত নন শিক্ষকদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয়। তাঁরা বেতনও পাচ্ছেন। কিন্তু অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডিদের এই আওত্তায় আনা হয়নি। তাঁরা বেতন পাচ্ছেন না। স্কুলেও যাচ্ছেন না। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়াল রাজ্য। করা হল ভাতার ব্যবস্থা।