প্রতিবেদন: ভারতের প্রত্যাঘাতে জবুথবু পাকিস্তান। পহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর'(Operation Sindoor) পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তাতেও পিছু হটছে না পাকিস্তান। ভারতের পাল্টা জবাবের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেন, ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাক সেনা। তার মধ্যে তিনটি রাফালে। কিন্তু এর স্বপক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। একটি সংবাদমাধ্যমে এবার তা নিয়েই মন্তব্য করলেন খাজা মহম্মদ আসিফ।
Read More: ২০২৬ এ দু’বার পরীক্ষা! শীঘ্রই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ রুটিন
এ প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর করা প্রশ্নে পাক প্রতিরক্ষামন্ত্রী এর উত্তর দেন। তিনি বলেন, “ভারতীয় সোশাল মিডিয়াতেই যুদ্ধ বিমানগুলির ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে।” তাঁর মন্তব্যে হতচকিত সকলেই। এহেন গুরুতর দাবির প্রমাণ নাকি সোশ্যাল মিডিয়ায়! এরকম মন্তব্য একটি দেশের প্রতিরক্ষামন্ত্রী কীভাবে করেন! তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

শুধু প্রতিরক্ষামন্ত্রীই নন, পাক সরকারের তরফ থেকেও বুধবার একই দাবি করা হয়েছে। কিন্তু সে দেশের কোনও মন্ত্রীই এর স্বপক্ষে প্রমাণ দিতে পারেননি। উলটে বিভ্রান্তিমূলক খবর প্রচারের জন্য আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920539858256175203
পাকিস্তানের এই দাবির পরেই একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটির ‘ফ্যাক্ট চেক’ করে। সেখানে তারা জানিয়েছে, পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি, ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকিং বিভাগ জানায়, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সেটি একটি রাফালে যুদ্ধ বিমান। কিন্তু আসলে সেটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। এটি ২০২১ সালের একটি বিমান দুর্ঘটনার ছবি। অপারেশন সিঁদুরের(Operation Sindoor) পর ইচ্ছাকৃতভাবে তা প্রচার করা হচ্ছে।