নয়াদিল্লি : মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর(Operation Sindoor) মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপরই দেশজুড়ে ২০০-এর বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। বন্ধ করা হয়েছে ১৮টি বিমানবন্দর। জানা গিয়েছে, শ্রীনগরের পাশাপাশি বুধবার সারাদিনের জন্য বন্ধ থাকবে লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর।
Read More: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী
পাশাপাশি তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট যোধপুর, জয়শলমীর, সিমলা, ধর্মশালা এবং জামনগর বিমানবন্দরও। তবে বৃহস্পতিবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে মূলত উত্তর এবং পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা এয়ারের মতো উড়ান সংস্থাগুলি।

এদিন এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “বিমান পরিবহন দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ১০মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত শ্রীনগর, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরে আমাদের কোনও যাত্রীবাহী উড়ান ওঠানামা করবে না।” একই পথে হেঁটেছে ইন্ডিগোও। বিমান সংস্থাটি একাই দেশজুড়ে মোট ১৬৫টি উড়ান বাতিল করেছে। এক্স হ্যান্ডেলে ইন্ডিগো জানিয়েছে, বুধবার সারাদিনের জন্য শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানির এবং যোধপুরে তাঁদের পরিষেবা বন্ধ থাকবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920071840652751359
পাশাপাশি, স্পাইস জেট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দরে তাদের কোনও বিমান ওঠানামা করবে না। অপারশেন সিঁদুর-এর(Operation Sindoor) পরেই আকাশপথে বিচ্ছিন্ন হয়ে পড়ে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরে যাত্রীবাহী উড়ান ওঠানামা বন্ধ। আপাতত বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আকাশপথের সুরক্ষা-শ্রীনগর বিমানবন্দরের সমস্ত দায়িত্বই নিয়েছে বায়ুসেনা। কবে স্বাভাবিক হবে শ্রীনগরের পরিষেবা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এই আবহে দেশজুড়ে দুশোটিরও বিমান বাতিলের পাশাপাশি বন্ধ করা হল আরও ১৮টি বিমানবন্দর।