কলকাতা: বুধবার, ৭ মে ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিকের।(HS Results) সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন সংসদ সভাপতি। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Read More: ‘ভবিষ্যতে আরো সাফল্য পাবে’, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফলপ্রকাশ হল।(HS Results) পাশের হার ৯০.৭৯ শতাংশ। সকল ছাত্রছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এইভাবেই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখো এবং বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তোমাদের হাত ধরে আরো উজ্জ্বল হোক এই কামনা করি’।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের উদ্দেশে লেখেন, “যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।”

উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফলে পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ৭২ জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে একজন করে। হুগলি থেকে রয়েছে ১৪ জন পরীক্ষার্থী। কলকাতা থেকে ৪ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920070015023456428
প্রসঙ্গত, এই বছর পরীক্ষা শুরু হয় ৩ মার্চ, শেষ হয়ে ১৮ মার্চ। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য এবারেও রয়েছে তৎকাল পরিষেবা । তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করা যাবে ৮ মে রাত ১২টা থেকে ১১মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সংসদ জানিয়েছে কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে এবার সেরা ফলাফল হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে তারা চাইলে নতুন সেমিস্টার ব্যবস্থায় চলে আসতে পারবে। বুধবার থেকে সেই ব্যবস্থা চালু হচ্ছে।