প্রতিবেদন: ‘অপারেশন সিঁদুর’-এ(Operation Sindoor) কালো ছায়া পাকিস্তানে। চারদিক অন্ধকারে ছেয়ে গিয়েছে। মসজিদের তরফ থেকে চলছিল মাইকিং। বাচ্চা এবং বয়স্কদের নিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে অন্যত্র যাওয়ার নির্দেশ। কলমা পাঠ করারও অনুরোধ করা হয়েছিল পাকিস্তানের নাগরিকদের। ভারতের প্রত্যাঘাতের পরে পাকিস্তানের এই দশা প্রকাশ পেল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যাতে এহেন অবস্থাই দেখা গিয়েছে পাকিস্তানের অন্দরের।
Read More: উচ্চমাধ্যমিকেও এগিয়ে জেলা, প্রথম স্থানে বর্ধমানের রূপায়ণ পাল
অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালাল ভারতীয় সেনা। পহেলগাঁও-এর পাল্টা জবাব দিতেই পাকিস্তানের অন্দরে হুলুস্থুল অবস্থা। সেই ভিডিওই এবার পোস্ট করা হল এক্স হ্যান্ডেলে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর। দেখা যাচ্ছে, ‘মোসাদ কমেন্টারি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে যে, তা ‘অপারেশন সিঁদুর’-এর(Operation Sindoor) পরবর্তী দৃশ্য।

পাকিস্তানের কোনও এক এলাকায় মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে সেই ভিডিয়োয়। এক ব্যক্তি মাইকে ঘোষণা করে বলছেন, ‘‘বাড়ির বাচ্চা এবং বয়স্কদের নিয়ে ঘরের ভিতর থাকুন। দরজায় তালা দিয়ে দিন। বাইরে যাবেন না। উপরমহলের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সকলে মিলে কলমা পড়ুন।’’ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ছড়িয়ে পড়তেই অধিকাংশের দাবি, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের কোনও এলাকার মসজিদ থেকে এই ঘোষণা করা হয়েছিল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920034492745671096
ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডলে ঘোষণা করা হয়েছে, মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে বলে কয়েকটি সমাজমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে। মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে।